চেন্নাইয়ে যে কীর্তি গড়লেন হাসান
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩
চেন্নাইয়ে যে কীর্তি গড়লেন হাসান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ইনিংসে ৫ উইকেট নেন তরুণ এই তারকা। এর আগে ইন্দোরে আবু জায়েদ রাহী ১০৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। এতদিন এটাই ছিল ভারতে কোনো বাংলাদেশির সেরা বোলিং ফিগার। তাকে ছাড়িয়ে গিয়ে সবার ওপরে নিজের নাম লেখালেন হাসান মাহমুদ।


চেন্নাইয়ে ২০১৩ সালের পর কোনো ফাস্ট বোলার হিসেবে পাঁচ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসন নিয়েছিলেন ভারতের ৫ উইকেট।


গতকাল বৃহস্পতিবার চেন্নাই টেস্টের প্রথম দিনই ভারতীয় গণমাধ্যমে শিরোনাম হয়েছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ। রোহিত শর্মা, বিরাট কোহলিকে ফিরিয়ে অবাক করেছিলেন। হাসানের সুইং আর স্মার্ট বোলিং দেখে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে তুলনা করেছেন অনেকে।


তবে হাসান মাহমুদ তুলনাতে বিশ্বাসী নন। এ নিয়ে মাত্র ৪ টেস্ট খেলছেন। ইতোমধ্যে ১৯ উইকেট তার ঝুলিতে। মাত্রই টেস্ট ক্রিকেটে পথচলা শুরু। যেতে হবে আরও বহুদূর।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com