দলের সঙ্গে এখনও যোগ দেননি সাকিব
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫২
দলের সঙ্গে এখনও যোগ দেননি সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাকিবের অপেক্ষায় আছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তরা ভারতে পা রেখেছেন দুইদিন পেরিয়ে গেলেও দেখা নেই দলের সবচেয়ে বড় তারকার। এখনো দলের সাথে যোগ দেননি তিনি।
তবে কখন দলে যোগ দেবেন সাকিব, তা নিয়েও আছে ধোঁয়াশা।


এর আগে ১৫ সেপ্টেম্বর (রবিবার) ভারতে উড়াল দেয় বাংলাদেশ দল। প্রত্যাশিতভাবেই বহরে ছিলেন না সাকিব আল হাসান। ইংল্যান্ড থেকে তার সরাসরি ভারতে যাওয়ার কথা ছিল।


এদিকে ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দলের সঙ্গে এখনও যোগ দেননি সাকিব। ভারত থেকে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন।


এমনকি জাতীয় দলে সাকিব ঠিক কবে নাগাদ বা কখন যোগ দিবেন সেটি এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে একদিন বিরতি দিয়ে ১৯ তারিখ থেকে শুরু হবে প্রথম টেস্ট। তাই ধারণা করেই বলা যায় ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব।


পাকিস্তান সিরিজ শেষে শান্ত-লিটনরা দেশে ফিরলেও ফেরা হয়নি কেবল সাকিব আল হাসানের। শেখ হাসিনা সরকারের পতন, হত্যার অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


তাই ভারত সিরিজের প্রস্তুতি নিতে সাকিব পাকিস্তান থেকে সরাসরি উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজের জন্য নিজেকে প্রস্তুতি করতে দীর্ঘ ১৩ বছর পর নাম লিখিয়েছিলেন কাউন্টি ক্রিকেটে। এই টুর্নামেন্টে সারের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব।


সারের হয়ে প্রথম ম্যাচে ৯ উইকেট শিকার করে ভারতের বিপক্ষে ভালো কিছু করার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সাকিব। এখন দলের সঙ্গে কখন যোগ দেবেন তিনি, সেটাই দেখা বিষয়।


বিবার্তা/জেনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com