ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলতে রবিবার (১৫ সেপ্টেম্বর) ভারত যাচ্ছে টাইগাররা। স্কোয়াডে না থাকলেও এ সিরিজে টাইগারদের সঙ্গী হতে যাচ্ছেন তামিম ইকবাল।
গুঞ্জন উঠেছিলো আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে এই ওপেনারের। সেটাই সত্যি হলো। এবার আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে তামিম ইকবালের। ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম।
বাংলাদেশের তামিমের সাথে থাকছেন স্বনামধন্য আতহার আলী খান। ভারতের থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক।
এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম।
আন্তর্জাতিক ধারাভাষ্যে তামিমের অভিষেক হয়েছে গত বছরের ডিসেম্বরে। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে দারুণ বিশ্লেষণ করে প্রশংসাও পেয়েছিলেন জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার। ফিটনেস ইস্যু ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু জটিলতায় আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। দলে না থাকলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ধারাভাষ্য কক্ষে।
উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]