
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও হানা দেয় বেরসিক বৃষ্টি। শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। আর এই সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিক লঙ্কান মেয়েদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ ‘এ’ দল।
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার কলম্বোর থ্রুস্টানে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক মেয়েরা। জবাবে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়াং টাইগ্রেসরা।
শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে। দলটির হয়ে সাথিয়া সন্দীপনী ৩৬ রান করেন। মাইসা শিহানি খেলেন ২৫ রানের ইনিংস। বাংলাদেশের ফাহিমা খাতুন ১০ রান দিয়ে ২টি এবং রাবেয়া খান ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।
জবাব দিতে নেমে বাংলাদেশ নারী ‘এ’ দল ২ ওভার থাকতে জয় তুলে নেয়। দলের হয়ে দিলারা আক্তার ৩৪ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন। মুর্শিদা খাতুন ৩৪ বলে ৩০ রান যোগ করেন। নিগার সুলতানা খেলেন ২৪ রানের হার না মানা ইনিংস। এতে ১২ বল এবং ৭ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগ্রেসরা।
উল্লেখ্য, ওয়ানডে সিরিজ শেষে আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]