নেশনস লিগ: ফ্রান্সকে ৩-১ গোলে উড়িয়ে দিল ইতালি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০০
নেশনস লিগ: ফ্রান্সকে ৩-১ গোলে উড়িয়ে দিল ইতালি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

খেলা শুরু হতেই ইতালির জালে বল! গ্যালারিতে তখন ফ্রান্সের সমর্থকদের উল্লাস। তবে ভালো শুরুর পরই যেন খেই হারিয়ে ফেলল ফ্রান্স। আর ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখল ইতালি। নেশনস লিগের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে তারা।


এদিন প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে মাত্র ১২ সেকেন্ডেই ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর বেশ কয়েকবার ইতালির ডি বক্সে ভীতি জাগান কিলিয়ান এমবাপ্পেরা। কিন্তু নিজেদের সামলে নিয়ে ৩০ মিনিটে সমতায় ফেরে ইতালি। সান্দ্রো তোনালির ব্যাকহিল থেকে দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন ফেদেরিকো দিমারকো।


বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে আজ্জুরিরা। ৫০ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন দাভিদ ফারেত্তেসি। ৭৪ মিনিটে দারুণ এক গোলে স্বাগতিক দর্শকদের চুপ করান গিয়াকোমো রাসপাদোরি।


জয়ের পর ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, ‘ইতালিয়ানরা ফুটবল ভালোবাসে। সাম্প্রতিক সময় তারা বেদনাহত হয়েছিল। আমি আজ আনন্দিত। দলের ভালো পারফরম্যান্স দেখে স্বস্তি ফিরে এসেছে। এখন আমরা এ পথ ধরে চলতে পারি এবং আমরা দেখেছি এই দলটা কতটা সম্ভাবনাময়।’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com