আর্জেন্টিনাকে অন্য দলগুলোর চেয়ে সেরা মনে করেন না স্কালোনি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৬
আর্জেন্টিনাকে অন্য দলগুলোর চেয়ে সেরা মনে করেন না স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। সেই থেকেই চলছে আলবিসেলেস্তেদের সাফল্যের ধারাবাহিকতা। বিশ্বকাপ জয়, ফিনালিসিমা জয় এবগ আরও একবার কোপার চ্যাম্পিয়ন হয়েছেন মেসিরা।


তবে টানা সাফল্যের মাঝে থেকেও নিজেদেরকে অন্য দলগুলোর চেয়ে সেরা মনে করেন না বলেই জানিয়েছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।


গতকাল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। গত ১১ বছরের মধ্যে এবারই প্রথম লিওনেল মেসি এবং আনহেল দি মারিয়া- এদুজনকেই ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টনা। কোপা জয়ের মাধ্যমে জাতীয় দলকে বিদায় জানিয়েছে ডি মারিয়া, আর মেসি আছেন চোটে।


তবে চোটে থাকলেও জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি স্কালোনির শিষ্যদের। চিলিকে ৩-০ গোলে রীতিমত উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। দারুণ এই জয়ের পর মেসিদের কোচ স্কালোনি বলেন, ‘আমি মনে করি না, আমরা বাকিদের চেয়ে সেরা। সব কিছু খুবই সমান। হ্যাঁ, আমরা ভালো সময় পার করছি এবং আমাদের এভাবেই কাজ করে যেতে হবে।’


টানা শিরোপা জয়ের বিষয়ে স্কালোনি বলেন, ‘প্রতিযোগিতা থেকে আমরা অনুপ্রেরণা পাই। জাতীয় দলের হয়ে খেলার গুরুত্ব এবং এখানে লড়াই করার বিষয়টি নিয়ে খেলোয়াড়দের বোঝানো খুব কঠিন কিছু নয়। তারা বার্তাটা বুঝতে পারে এবং লড়াই চালিয়ে যায়। এর ফল ইতিবাচক এবং সেটা আমাদের সাহায্য করে।’


চিলির বিপক্ষে ম্যাচটি নিয়ে মেসিদের কোচ আরও বলেন, ‘৩০ মিনিট পর্যন্ত আমরা তাদের চেয়ে ভালো খেলেছি, তবে প্রথমার্ধের শেষটা ভালো ছিল না। দল শুধরে নিয়েছে এবং দ্বিতীয়ার্ধে খেলায় আরও উন্নতি করে ফিরে এসেছে। প্রথম গোলের সময়ে দলের খেলাতেই বিষয়টি স্পষ্ট ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ফলটা ন্যায্য।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com