
দলে নেই আর্জেন্টিনার প্রধান তারকা খেলোয়াড় লিওনেল মেসি। ইনজুরির কারণে দলে ছিলেন না। আনহেল দি মারিয়াও অবসরে। যে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে তৈরি হয়েছিল বড় শূন্যতা। তবে সেই শূন্যতা সমর্থকদের বুঝতেই দেননি ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালারা।
৬ সেপ্টেম্বর, শুক্রবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। বুয়েনস এইরেসের এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ে গোল করেছেন আলেক্সিস মাক আলিস্তার, হুলিয়ান আলভারেজ এবং বদলি নামা পাওলো দিবালা।
প্রথমার্ধে বেশ কয়েকবার বল পেলেও তেমন একটা সুবিধা করতে পারছিল না আর্জেন্টিনা। তাদের বেশ কয়েকটি আক্রমণ প্রতিপক্ষের বক্সে গিয়ে প্রতিহত হয়। প্রথম সুযোগটা পেয়েছিলেন আলভারেজ। কিন্তু তার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগ এসেছিল চিলির সামনেও। কিন্তু তাদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে অবশ্য নতুন রূপে দেখা দেয় আর্জেন্টিনা। বিরতির মিনিট তিনেক পরেই আলিস্তারের গোলে এগিয়ে যায় তারা। রদ্রিগো দি পলের পাস পেনাল্টি এরিয়ায় পেয়েও ছেড়ে দেন লাওতারো মার্তিনেস। তার পরে থাকা আলিস্তার ছিলেন প্রস্তুত। বল পেয়েই কাছ থেকে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন আলিস্তার।
এগিয়ে যাওয়ার পরেই বদলি নামানো শুরু করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। প্রথমে জিওভানি লো সেলসোকে আসেন নিকোলাস গঞ্জালেসের জায়গায়। এরপর লাওতারোর বদলি নামেন আলেহান্দ্রো গারনাচো, মার্কোস আকুনা নামেন লিসান্দ্রো মার্তিনেসের বদলে এবং আলিস্তার উঠে গেলে নামেন দিবালা।
এত বদলি করেও অবশ্য গোল পেতে অনেকটা সময় অপেক্ষায় থাকতে হয় আর্জেন্টিনাকে। ৮৪তম মিনিটে লো সেলসোর বাড়িয়ে দেওয়া বলে চিলির বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে চোখধাঁধানো গোল করেন আলভারেজ। এরপর ৯১তম মিনিটে গারনাচোর অ্যাসিস্টে বদলি হিসেবে নামা দিবালার গোলে বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টাইনদের।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]