
প্রেমিকের ধরিয়ে দেওয়া আগুনে আহত উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপতেগেই মারা গেছেন।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের চিকিৎসকেরা ৩৩ বছর বয়সী এই অ্যাথলেটকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃত্যুর খবর জানিয়েছে উগান্ডা অলিম্পিক কমিটি।
এর আগে পেট্রোল ঢেলে রেবেকা চেপতেগেই এর শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন প্রেমিক। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। কেনিয়ার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থান ছিলেন এই নারী দৌড়বিদ। অবশেষে সেখানেই মারা গেছেন রেবেকা।
উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তার প্রেমিক তাকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেটা ছিল জঘন্য। এটি একটি কাপুরুষোচিত এবং বিবেকহীন কাজ। এর জন্য আমরা এক বড় মাপের ক্রীড়াবিদকে হারালাম। তাকে কেউ ভুলবে না।’
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]