
জয়ের ধারা অব্যাহতই রাখল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সর্বশেষ ৪ ম্যাচে জয় পাওয়ার সংখ্যাটা বাড়িয়ে নিল বাংলাদেশ। আজ স্বাগতিকদের বিপক্ষে টানা পঞ্চম ম্যাচে জয় পেয়েছেন তপু বর্মণ-সোহেল রানারা। ফিফা প্রীতি ম্যাচে ভুটানকে আজ ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরুর দিকে শেখ মোরসালিনের গোলে লিড নিয়ে ড্রেসিংরুমে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে রাকিব হোসেনের অ্যাসিস্টে ভুটানের জালে বল জড়ান মোরসালিন। ডান দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক। সেখান থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান শেখ মোরসালিন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ভুটান।
এক গোলে পিছিয়ে থেকে ম্যাচের ১৯ মিনিটে ভুটান সুযোগ পায়। সতীর্থের থ্রু থেকে অধিনায়ক নিমা ওয়াংদি বক্সের ভিতরে বল পেয়ে শট নিলেও আগুয়ান গোলকিপার মিতুল শরীর দিয়ে রুখে দেন। পরের মিনিটে কর্নার থেকে ইয়েশিয়ে গেইলশেনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর গোলের লক্ষ্যে আরও বেশ কিছু আক্রমণ করে ভুটান, তবে বার বারই ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে ভুটানের বিপক্ষে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]