পাকিস্তান-বাংলাদেশ টেস্ট সিরিজ
সিরিজ সেরা মিরাজ, পুরস্কারের অর্থ ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালককে উৎসর্গ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৯
সিরিজ সেরা মিরাজ, পুরস্কারের অর্থ ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালককে উৎসর্গ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটের জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচটিও ৬ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা। ফলে শান মাসুদদের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আর তাতে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে প্রথম সিরিজ জয়ের স্বাদও পায় সাকিব-শান্তরা।


ক্রিকেটের অভিজাত ফরম্যাট বলা হয় টেস্টকে। আর যেখানে বাংলাদেশের অতীত পরিসংখ্যান দেখলে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। অথচ সেই ম্যান ইন গ্রিনদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করল টাইগাররা। যেখানে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে এই সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। আর সেই সিরিজ সেরার পুরস্কারের অর্থ উৎসর্গ করার ঘোষণা করলেন ছাত্র আন্দোলনে নিহত এক রিকশা চালকের পরিবারের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন মিরাজ।


তিনি লেখেন, ‘পাকিস্তানের মাটিতে তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো ২-০ তে টেস্ট সিরিজ জয়। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে পুরো সিরিজজুড়ে অবদান রাখতে পেরে আমি অনেক বেশি আনন্দিত ও গর্বিত। এই অবদান উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ভাই-বোন ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি।’


সিরিজসেরা হয়ে টাইগার এই অলরাউন্ডার ৫ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার পেয়েছেন। সেই অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়ে মিরাজ বলেন, ‘ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে এক রিকশাচালক আহত হয়েছিলেন, পরে তিনি মারা যান। পুরস্কার হিসেবে পাওয়া অর্থ তার পরিবারকে দেবো।’


বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দুঃসময় পার করে আসা বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। দেশ আমাদের একটাই, আমরাই বাংলাদেশ।’


মেহেদী হাসান মিরাজ দুই ম্যাচের টেস্ট সিরিজে রান করেছেন ১৫৫, বিপরীতে বল হাতে উইকেট শিকার করেন মোট ১০টি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের সঙ্গে গড়েন ঐতিহাসিক এক জুটি। মিরাজের ব্যাট থেকে আসে অনবদ্য ৭৮ রানের ইনিংস। এর সুবাদে তিনি জিতেন আরও এক পুরস্কার, এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com