
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর সুখবর পেয়েছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে টপকে চার নম্বরে উঠে এসেছে টাইগাররা।
বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের বিরূপ প্রভাব পড়েছে পাকিস্তানে। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে। তাদের বর্তমান পয়েন্ট ১৯.৫।
রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা যাওয়ায় পরে প্রোটিয়াদের নিচে জায়গা হয়েছিল বাংলাদেশের। তবে খুব বেশি দিন এইডেন মাক্রাম-টেম্বা বাভুমাদের নিচে থাকতে হলো না টাইগারদের। এক সপ্তাহের ব্যবধানেই প্রোটিয়াদের পেছনে ফেলেছে বাংলাদেশ। ৪৫.৮৩ শতাংশ জয়ের হারে বাংলাদেশ এখন চারে।
এছাড়া এই তালিকায় ইংল্যান্ড দল ১৫ ম্যাচের মধ্যে ৮টিতে জিতে ও ৬ ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়ে পঞ্চম স্থানে নেমে গেছে। তাদের বর্তমান পয়েন্ট ৪৫। অন্যদিকে ৬ ম্যাচে দুই জয় তিন হার ও ১ ড্র নিয়ে তালিকার ছয়ে উঠে এসেছে প্রোটিয়ারা। তাদের বর্তমান পয়েন্ট ৩৮.৮৯।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টপ তিনে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৬২.৫০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার প্রথমে রয়েছে ভারত।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]