
পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৩ সেপ্টেম্বর ,মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ৬ উইকেটে জয় লাভ করে। সেই সাথে ২-০ তে টেস্ট সিরিজও জিতে নেয় বাংলাদেশ ক্রিকেট দল।
এমন ঐতিহাসিক মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোবাইলে বাংলাদেশ দলের অধিনায়কের সাথে কথা বলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান।
প্রধান উপদেষ্টা বলেন, সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত।
তিনি আরও বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচটিও ৬ উইকেটের ব্যবধানে জিতেছে সফরকারীরা। ফলে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]