পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সামনে ২-০তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি। তবে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পথে এখন আর পাকিস্তান বাধা নয়, বাধা হলো বৃষ্টি।


পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১৭২ রানে গুটিয়ে দিয়ে জয়ের মঞ্চ সাজিয়ে দিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানারা। এরপর জয়ের জন্য বাংলাদেশ পায় ১৮৫ রানের লক্ষ্য। আলোর স্বল্পতায় চতুর্থদিন নির্ধারিত সময়ের আগে খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশ বিনা উইকেটে ৪২। জাকির হাসান ২৩ বলে দুটি করে চার ও ছয়ে অপরাজিত ৩১ রানে। নয় রান নিয়ে ব্যাট করছেন সাদমান ইসলাম। আজ পঞ্চম ও শেষদিন বাংলাদেশকে করতে হবে আরও ১৪৩ রান। হাতে পুরো ১০ উইকেট। বৃষ্টির পূর্বাভাস আছে আজও। তা থাকুক। বাংলাদেশ চাইবে রোদেলা দিন। আর ভক্তরা চাইবেন পেসারদের সাজানো বাগানে ব্যাটাররা ফোটাবেন চিরস্মরণীয় জয়ের ফুল।


দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটের সবকটি নিয়েছেন বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। এমনটি আর কখনো হয়নি যে, টাইগার পেসাররা সব উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। এমন আগুনঝরা বোলিংয়ে বাংলাদেশের পেসাররা আরেকটি অবিস্মরণীয় জয়ের পটভূমি তৈরি করেছেন অনন্য এক কীর্তি গড়ে।


যদি বৈরী আবহাওয়া সত্যিই বাধা হয়ে দাঁড়ায়, তাতেও আফসোস করার কিছু নেই। ১০ উইকেটে প্রথম টেস্ট জয়ের সুবাদে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের আদিম ফরম্যাটে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা।


বাংলাদেশকে ২-০তে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন দুই ডান-হাতি পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। দুজনে মিলে নিয়েছেন নয় উইকেট। তৃতীয়দিনের শেষ সেশনে দুই উইকেট নেওয়া মাহমুদ কাল আরও তিন উইকেট নিয়ে প্রথমবারের মতো টেস্টে ইনিংসে পাঁচ উইকেট পেলেন। নিজের তৃতীয় টেস্টে ১০.৪ ওভারে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। রানাও টেস্টে এদিন নিজের সেরা বোলিংয়ে চার উইকেট পান ৪৪ রান দিয়ে। অপর উইকেট নেন আরেক ডান-হাতি পেসার তাসকিন আহমেদ। আগেরদিন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে ১৬৫ রানের বিশ্বরেকর্ড গড়ার পর দুই পেসার হাসান ও নাহিদ গতির ঝড় তোলেন। বাংলাদেশের ২৪ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটের সবকটি নিলেন পেসাররা।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com