ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৫
ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্ভর করার মতো তিন ব্যাটারকে হারিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে চরম বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ৮৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।


নাহিদ রানার কাছে যেন অসহায় আত্মসমর্পণ করলেন পাকিস্তানের তিন ব্যাটার- শান মাসুদ, বাবর আজম ও সউদ শাকিল।সর্বশেষ শাকিলকে উইটেরক্ষক লিটনের ক্যাচ বানান রানা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরত যান পাকিস্তান সহ অধিনায়ক। এর আগে বাবর ও মাসুদকে আউট করেন রানা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৮৮ রান। মোহাম্মদ রিজওয়ান ১৬ আর সালমান আলি আগা ০ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের লিড এখন ১০০ রানের।


সোমবার রাওয়ালপিন্ডি টেস্টে ৯ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। তখন স্বাগতিকদের লিড ১২ রানের।


বাংলাদেশের হয়ে দিনের প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। সাইম আইয়ুবকে ২০ রানে ফেরান টাইগার পেসার। তাসকিনের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।


দল চাপে থাকলেও স্বভাবসুলভ হয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন মাসুদ। সতর্কতার পাশাপাশি বাউন্ডারিও নিচ্ছিলেন তিনি। তবে পাকিস্তান অধিনায়কের বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার তত্ত্ব বেশিক্ষণ কার্যকর হতে দেননি রানা। শর্ট লেন্থের বল দিয়ে মাসুদকে (৩৪ বলে ২৮) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার।


ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবরের উইকেটও তুলে নেন রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ হন বাবর (১৮ বলে ১১)।


তার আগে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৬২ রান করে বাংলাদেশ।


বিবার্তা/এসএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com