
ইংলিশ ক্লাসিকোয় ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পাত্তা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। ১ সেপ্টেম্বর, লিভারপুল তাদের ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।
এতে মৌসুমের ৩ ম্যাচে তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আর্নে স্লটের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে অল রেডসরা। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরের গোলটি আসে দ্বিতীয়ার্ধে।
ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোল করেন লুইজ দিয়াজ। হেড থেকে করা তার গোলটির কারিগর মোহামেদ সালাহ। ৪২ মিনিটে ব্যবধান ২-০ করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াজ। তার ওই গোলও করান সালাহ।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সালাহ দলকে তৃতীয় লিড এনে দেন। তাকে গোল করান মিডফিল্ডার সজোবজলাই। এ নিয়ে লিগে তিন ম্যাচেই জয় পেয়েছে লিভারপুল। ম্যানইউ তিন ম্যাচে জিতেছে মাত্র একটি।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]