দ্বিতীয় সেশনে বড় দুঃসংবাদ, মাঠ ছাড়লেন মুশফিক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ১৬:২১
দ্বিতীয় সেশনে বড় দুঃসংবাদ, মাঠ ছাড়লেন মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় সেশনে দারুণ খেলেছে বাংলাদেশ। তুলে নিয়েছে প্রতিপক্ষ পাকিস্তানের তিনটি উইকেট। তবে, বড় দুঃসংবাদ হয়ে আসল ক্রিকেটার মুশফিকুর রহিমের চোট। ফিল্ডিং করার সময় ডান কাঁধে চোট পেয়েছেন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।


ইনিংসের ৫৩তম ওভারে হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান করেছিলেন স্ট্রেট ড্রাইভ। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন। সেখানেই আঘাত পেয়েছেন তিনি। মাঠেই মুশফিককে দেয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসা। তবে মিনিটখানেক পরেই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থানে নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই ছাড়লেন মাঠ।


পরের ওভারেই সাকিব আল হাসান এনে দিয়েছেন আনন্দের উপলক্ষ্য। লেগবিফোরে ফেরান বাবর আজমকে। নিজের চিরচেনা আর্ম বলে বোকা বানিয়েছেন পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটারকে। বাবরের প্রত্যাশা অনুযায়ী বল টার্ন করেনি। বল আঘাত হেনেছে প্যাডে। সাকিব আবেদন করতেই আঙুল তুলেছেন আম্পায়ার।


এর আগে দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই দলীয় সংগ্রহ এক শ পার করেছিল পাকিস্তান। কিন্তু বাংলাদেশ ফিরেছে এরপরেই। তৃতীয় ওভারে এসেছে প্রথম সাফল্য। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান ৫৭ রান করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com