আবার পয়েন্ট হারাল রিয়াল
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ১০:২৯
আবার পয়েন্ট হারাল রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মৌসুমের তৃতীয় লিগ ম্যাচেই দু’বার পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। রিয়াল মায়োর্কার বিপক্ষে ১-১ গোলের সমতায় মৌসুম শুরু করেন ভিনিসিয়াস-এমবাপ্পে-বেলিংহাম-রদ্রিগোকে নিয়ে গড়া রিয়াল গ্যালাকটিকো।


পরের ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বড় জয় পায় তারা। তবে বৃহস্পতিবার লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলের সমতা করেছে লস ব্লাঙ্কোসরা। শুরুতে পিছিয়ে পড়ার পর কষ্টে গোল শোধ করেছে কার্লো আনচেলত্তির দল। জয়ের দাবিদার বরং পালমাসকেই বলা যায়।


ম্যাচের ৫ মিনিটে গত মৌসুমের লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ে। পালমাসের হয়ে আলবার্তো মোলেইরো নিঁখুত এক শটে গোল করেন। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।


তবে এই ম্যাচেও ভিনিসিয়াস ও এমবাপ্পের রসায়ন জমেনি। বরং দু’জনের মধ্যে শীতল লড়াই চলেছে কিনা সেই প্রশ্নই তোলা যায়। ম্যাচে একে-অপরের মধ্যে খুব একটা বল দেওয়া-নেওয়া করতে দেখা যায়নি। প্রথমার্ধে রদ্রিগো গোয়েসকে বেঞ্চে রেখে শুরু করেন কোচ কার্লো আনচেলত্তি। শুরুর একাদশে থাকা ব্রাহিম দিয়াজ প্রভাব রাখতে পারেননি ম্যাচে।


দ্বিতীয়ার্ধে রদ্রিগো নামলে ম্যাচে গতি বাড়ে। গোলও পায় রিয়াল। কিন্তু কর্তৃত্ব করে খেলতে পারা বলতে যা বোঝায় তা ছিল না ব্লাঙ্কোসদের খেলায়। পরিসংখ্যান মতে, লাস পালমাসের গোলমুখে ২৫টি আক্রমণ তুলেছে রিয়াল। গোলে শট নিয়েছে আটটি। তার মধ্যে তিনটি শট গোলরক্ষককে একটু পরীক্ষায় ফেলেছে। বাকিগুলো ছিল নির্বিষ। বরং পালমাস দুটি শটের একটিতে গোল করেছে, অন্যটিও ছিল গোল হওয়ার মতো।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com