নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের দল ঘোষণা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১৯:২৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। হারমানপ্রিত কাউরের নেতৃত্বে এই বিশ্বকাপ খেলবে ভারতের মেয়েরা।


রাজনৈতিক অস্থিরতার কারণে নারী বিশ্বকাপ ২০২৪ আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ পরিবর্তন করেনি আইসিসি। যে কারণে আগের ফিকশ্চার অনুসারে ৩ অক্টোবর থেকেই খেলা শুরু হবে। খেলা আমিরাতে হলেও এই বিশ্বকাপের আনুষ্ঠানিক ভেন্যু হিসেবে থাকবে বাংলাদেশের নামই।


এই বিশ্বকাপে ভারতীয় দলে হারমানপ্রিতের সহকারী হিসেবে থাকবেন টপঅর্ডার ব্যাটার স্মৃতি মান্দানা।


স্কোয়াডে ৪ জন অলরাউন্ডার রেখেছে ভারত। তারা হলেন- হারমানপ্রিত, সাজানা সজিভান, আশা সুভানা ও দিপ্তি শর্মা।



নারী টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড
হারমানপ্রিত কাউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দিপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পুজা ভাস্ত্রকার, অরুন্ধতি রেড্ডি, রেনুকা সিং, দায়ালন হেমলতা, আশা সুভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজনা সজিভান।
ভ্রমণ রিজার্ভ: উমা চেত্রি, তানুজা কানওয়ার ও সাইমা ঠাকুর।


এই বিশ্বকাপ গ্রুপ-এ তে খেলতে ভারত। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দলগুলো হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।


ভারতের প্রথম ম্যাচ ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে দুবাইয়ে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com