
সদ্য অলিম্পিক জেতার দুই সপ্তাহ যেতে না যেতেই ইউএস ওপেন দিয়ে রেকর্ড ২৫তম শিরোপার খোঁজ শুরু করেছেন নোভাক জকোভিচ। তার প্রথম রাউন্ডে তিনি রীতিমতো উড়িয়েই দিয়েছেন প্রতিপক্ষ মলদোভান রাদু আলবটকে।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচটা হয়েছে ফ্লাডলাইটের আলোয়। এই ম্যাচে তিনি ছন্দে ছিলেন না আদৌ। প্রচুর আনফোর্সড ইরোর করেছেন। এই ইরোরগুলো তার ‘উইনারের’ সমানও হয়ে যাচ্ছিল প্রায়।
তবে এরপরও অবশ্য তার প্রতিপক্ষ সুবিধা করতে পারেননি বিশেষ। শুরু থেকেই আলবট ছিলেন কোণঠাসা। জকোভিচ শেষমেশ ম্যাচটা জিতেছেন সরাসরি সেটে। ৬-২, ৬-২, ৬-৪ গেমের এই জয় নিয়ে তিনি চলে যান দ্বিতীয় রাউন্ডে।
দ্বিতীয় রাউন্ডে আগামীকাল বুধবার মাঠে নামবেন জকোভিচ। প্রতিপক্ষ হিসেবে তিনি পেয়েছেন তার স্বদেশি লাজলো জেরেকে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]