
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। এই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। এই বিশ্বকাপ শুরু হবে আগামী ৩ অক্টোবর, বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে।
৩ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে আরও একটি ম্যাচ। শ্রীলঙ্কা ও পাকিস্তান মুখোমুখি হবে একে অপরের।
বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়া ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু করবে। শ্রীলঙ্কার বিপক্ষে হবে তাদের ম্যাচ। ভারতের প্রথম ম্যাচ তার আগের দিন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ তাদের।
শারজা ও দুবাইয়ে হবে বিশ্বকাপের সব ম্যাচ। বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে দুই স্টেডিয়ামে। বাংলাদেশ তাদের প্রথম তিন ম্যাচ খেলবে শারজায়। এরপর বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিগাররা মুখোমুখি হবেন দক্ষিণ আফ্রিকার।
এক নজরে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি–
৩ অক্টোবর বিকেল ৪টায় শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড
৫ অক্টোবর বিকেল ৪টায় শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড
১০ অক্টোবর রাত ৮টায় শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ উইন্ডিজ
১২ অক্টোবর রাত ৮টায় দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষ দ. আফ্রিকা
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]