
২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন নয়্যার। গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক এবার বিদায় জানালেন জার্মানিকে।
২১ আগস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ঘোষণায় জার্মানির জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে নয়্যার লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, প্রিয় জার্মান ফুটবল, ১৫ বছরের বেশি সময়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর আজ জার্মানি জাতীয় দলের সঙ্গে আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। যাঁরা আমাকে চেনেন, তাঁরা ভালো করেই জানেন, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। শারীরিকভাবে এখনো ভালো অবস্থানে আছি। আমার জন্য ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে পারা দারুণ ব্যাপার হতো। যাই হোক, পরিবার ও বন্ধুদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার মনে হয়েছে, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।’
অবসরের ঘোষণা দেয়ায় গত ইউরোয় কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা জার্মানির ম্যাচটিই হয়ে রইলো নয়্যারের শেষ ম্যাচ। ঘরের মাঠে স্প্যানিশদের বিপক্ষে হারের স্মৃতি নিয়েই আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের সমাপ্তি টানলেন তিনি।
তবে নিজের ক্যারিয়ার নিয়ে গর্বের কথাই জানিয়েছেন জার্মানির কিংবদন্তি এই গোলরক্ষক। তিনি বলেন, ‘আজ যখন পেছনে ফিরে তাকাচ্ছি, তখন গর্ববোধ হচ্ছে। বিশেষভাবে ২০১৪ সালে ১৩ জুলাইয়ের কথা, যেদিন আমরা ব্রাজিলে একসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। চোটে পড়ার আগ পর্যন্ত ৭ বছরে ৬১ ম্যাচে জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক হিসেবে মাঠে নামা সব সময়ই ছিল সম্মানের।’
জার্মানির মিডফিল্ডার ইলকাই গিন্দোয়ান আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দুই দিন পরই এলো নয়ারের অবসরের ঘোষণা। জার্মানিতে অনুষ্ঠিত ইউরো দিয়ে গত মাসে পেশাদার ফুটবলকে বিদায় জানান জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। এরপর জাতীয় দলকে বিদায় বলেন দলটির ফরোয়ার্ড টমাস মুলার।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]