
কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে। ভারতীয় তারকা ক্রিকেটারদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে সেই আন্দোলনে সমর্থন দিচ্ছেন। এদিকে, সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সপরিবারে তাদের আন্দোলনে শামিল হয়েছেন।
২১ আগস্ট, বুধবার মেয়ে সানা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে সৌরভকে মোমবাতি প্রজ্বলন করতে দেখা যায়।
এর আগে বৃষ্টির মাঝেও নাচের স্কুল দীক্ষা মঞ্জরী থেকে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন বিক্ষুব্ধ জনতা। যেখানে গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিও অংশ নেন।
এ সময় ডোনা বলেন, ‘আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে। আমাদের নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। ধর্ষণ বন্ধ করতে হবে।’
একই পদযাত্রায় ছিলেন গাঙ্গুলির মেয়ে সানাও। পরে তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই, এজন্য যা করা দরকার করব, তবুও এটি (ধর্ষণ) থামাতে হবে। প্রতিদিনই আমরা কোনো না কোনো ধর্ষণকাণ্ডের কথা শুনছি, ২০২৪ সালে এসেও এমনটা দেখা কষ্টের। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে বিচারের দাবিতে। দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে, আর কেউ এরকম করার কথা ভাবতেও না পারে।’
এর আগে আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকটি ধর্ষণের খবরের ছবি পাশাপাশি বসিয়ে প্রতিবাদ জানান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। যেখানে প্রতিটি ক্ষেত্রেই হেনস্তার জন্য নারীদের আচরণ বা পোশাককে দায়ী করা হয়েছে জানিয়ে কটাক্ষ করেছেন এই তারকা পেসার। ছবির ক্যাপশনে সিরাজ লিখেছেন, ‘এবার কী অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?’
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]