মধ্যাহ্নবিরতির আগে টসই হলো না বাংলাদেশ-পাকিস্তান টেস্টের
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১৩:৩৬
মধ্যাহ্নবিরতির আগে টসই হলো না বাংলাদেশ-পাকিস্তান টেস্টের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট এখনো শুরু হয়নি।


বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। কখন টস হতে পারে সেটাও এখনো জানা যায়নি।


ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টায় মধ্যাহ্নবিরতিতে যাবেন দুই দলের ক্রিকেটাররা। অর্থাৎ, টেস্টের প্রথম দিনের প্রথম সেশন বৃষ্টির কারণে নষ্ট হয়েছে।


আজ বাংলাদেশ সময় সকাল ১১টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। এক ঘণ্টা পর বাংলাদেশ সময় ১২টাতেও আরও একবার মাঠ পরিদর্শন করেছেন তারা। ক্রিকবাজ তখন জানিয়েছিল, বৃষ্টি না হলেও বোলারদের রানআপের জায়গা নিয়ে খুশি নন আম্পায়াররা। এরপর এক্সে পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টায় আরও একবার মাঠ পরিদর্শনে যাবেন ম্যাচ অফিশিয়ালরা।


রাওয়ালপিন্ডিতে আজ সকালে বৃষ্টি হয়েছে। এমন শঙ্কা আগে থেকেই অবশ্য ছিল। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছিল, রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনেই বৃষ্টি বাগড়া দিতে পারে।


এমন আবহাওয়া বাংলাদেশের একাদশে প্রভাব রাখতে পারে। বাড়তি সুবিধা নিতে পারে বাংলাদেশ দল খেলাতে পারে ৪ পেসার। প্রথম টেস্টের দলে বাংলাদেশ দলে চার পেসার হতে পারেন শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। যদিও পাকিস্তানের একাদশে প্রভাবের কোনো সুযোগ নেই। কারণ পাকিস্তান প্রায় দুই দিন আগে এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com