
চলমান প্যারিস অলিম্পিকের শুরু থেকেই স্বর্ণে জয়ে জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করে আসছে চীন। পদক লড়াইয়ের এক সপ্তাহ শেষে স্বর্ণ জয়ের শীর্ষস্থান দখল করেছে চীন।
শুক্রবার (২ জুলাই) ছেলেদের ড্রাইভিংয়ে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ডে স্বর্ণ জয়ের পর চীনের মোট সোনার পদক হলো ১২টি।
টুর্নামেন্ট এখন পর্যন্ত ১২টি সোনার সঙ্গে ৭টি করে রূপা ও ব্রোঞ্জ জিতে মোট ২৬টি পদক চীনের। তারা আছে তালিকার এক নম্বরে।
তবে সবমিলিয়ে পদক মিলিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ৯ স্বর্ণ ১৬ রূপা এবং ১৩ ব্রোঞ্জ নিয়ে তাদের পদক মোট ৩৮টি। স্বর্ণ পদকে এখনও চীনের থেকে তিন ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র।
তৃতীয় স্থানে থাকা ফ্রান্স স্বর্ণ পদক জিতেছে ৮টি। ১১ রূপা এবং ৯টি ব্রোঞ্জসহ ফ্রান্সের মোট পদক এখন ২৮টি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]