
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে লম্বা ছুটি কাটিয়ে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার মাঠে ফেরার পালা টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে এই মিশন। হাথুরুসিংহে একাই নন। সঙ্গে ট্রেনার নিক লিও-ও ঢাকায় পৌঁছেছেন।
২৫ জুলাই ঢাকা ফেরার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে দেরিতে এসেছেন হাথুরু। আগামীকাল শনিবার থেকে শুরু করবেন পাকিস্তান সিরিজ নিয়ে অনুশীলন ক্যাম্প। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা দিয়েছেন প্রধান এই কোচ।
গেল বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী এমন খবরই জানিয়েছিলেন।
এদিকে আজ রাতেই বাংলাদেশে পা রাখবেন মুশতাক আহমেদ। ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। নিক পোথাস এসে পৌঁছাবেন শনিবার ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]