
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে বিশ্বজয়ের পর আজই প্রথম মাঠে নামলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। নতুন কোচ গৌতম গম্ভীরের অনুরোধের পর এই সিরিজ খেলতে এসেছেন।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুক্রবার লঙ্কান দলে আজ অভিষেক হয়েছে মোহাম্মদ শিরাজের। ২৯ বছর বয়সী এই পেসারকে প্রথম শ্রেণির খেলার পারফর্ম দেখে দলে নেওয়া হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে আজ প্রথম ম্যাচ খেলতে নামছেন চারিথ আসালঙ্কা।
ভারতীয় দল থেকে বাদ পড়েছেন রিশভ পান্ত। দলে ফিরেছেন ওয়ানডে দলের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। এছাড়া দলে ফিরেছেন শ্রেয়ার আয়ার।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়াল্লাগে, আকিলা ধনঞ্জয়া, অসিথা ফার্নান্ডো, মোহাম্মদ শিরাজ,
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]