
২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগে আসছে বেশ কিছু পরিবর্তন। বাড়ছে দলের সংখ্যা। পরিবর্তন আসছে ড্র-তেও। বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ প্রকাশ করেছে ড্র ফরম্যাট। সেই সাথে জানানো হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ড্র এর তারিখ ও স্থান। আগামী ২৯ আগস্ট মোনাকোতে বসবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র।
নতুন এই ফরম্যাটে থাকছে না আগের মত কোনো গ্রুপ। সবগুলো দলই খেলবে একই পয়েন্ট তালিকায়। প্রতিটা দল খেলবে ৮ টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। আর প্রতিপক্ষ খুঁজে নিতে দলগুলোকে চারটি ভিন্ন পটে রাখা হবে। প্রতিটি পটের দুই প্রতিপক্ষের মধ্যে একটির বিপক্ষে হোম ও অন্যটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে দলগুলো।
কোন ক্লাব কোন পটে থাকবে, সেটি নির্ধারিত হবে মৌসুমের শুরুতে উয়েফা কো এফিশিয়েন্টের ভিত্তিতে। তবে ব্যতিক্রম হিসেবে থাকবে কেবল বর্তমান চ্যাম্পিয়নরা। যারা এক নম্বর পটে জায়গা পাবে। এছাড়া পরিবর্তন আসছে ড্রয়ের সিস্টেমেও।
আগে ড্রয়ের জন্য বল লাগত ১ হাজারটি এবং মঞ্চে পাত্রের দরকার হতো ৩৬টি। আর এ ক্ষেত্রে ড্র শেষ করতে ব্যয় হতো লম্বা সময়। তবে আগামী ড্র থেকে এতগুলো বল আর লাগবে না। বাঁচবে সময়ও। এবার ড্রয়ের জন্য ব্যবহার করা হবে স্বয়ংক্রিয় সফটওয়্যার। যা এলোমেলোভাবে ৪টি পট থেকে ৮টি প্রতিপক্ষ নির্বাচন করবে।
হোম ও অ্যাওয়ে ম্যাচও নির্ধারণ হবে সফটওয়্যারের মাধ্যমে। লিগ পর্বে স্বদেশী কোনো দল একে অন্যের মুখোমুখি হবে না। শুধু তাই নয়, একটি দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলতে পারবে দলগুলো। আর এই সবকিছুই নির্ধারণ হবে সফটওয়্যারের মাধ্যমে। ইউরোপা লিগেও কার্যকর হবে একই ফরম্যাট।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]