সান ফ্রান্সিসকোকে হারিয়ে ওয়াশিংটনের প্রথম শিরোপা জয়
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১২:৩৩
সান ফ্রান্সিসকোকে হারিয়ে ওয়াশিংটনের প্রথম শিরোপা জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফাইনাল ম্যাচটি হলো দারুণ একপেশে। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে পাত্তাই দিলো না ওয়াশিংটন ফ্রিডম। ২০৭ রানের চাপায় সান ফ্রান্সিসকো গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। এতে ৯৬ রানের বিশাল জয় পেয়েছে ওয়াশিংটন। এমএলসির দ্বিতীয় আসরেই প্রথম শিরোপা পেল তারা।


রবিবার (২৯ জুলাই) ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ওয়াশিংটনের অধিনায়ক স্টিভেন স্মিথ। ৫২ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৭ বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা হাঁকান স্মিথ। এছাড়া অস্ট্রেলিয়া দলে তার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল করেন ২২ বলে ৪০ রান।


শুরুতে নেমে অবশ্য হতাশ করেছিলেন ট্রাভিস হেড। তবে শেষশেষ স্মিথ-ম্যাক্সওয়েলের উপর ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়াশিংটন। আন্দ্রিয়েস গাউসের ২২ রানের সহায়ক ইনিংসে তাদের পুঁজি গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২০৭ রানে। এই রানে ৯ বলে অপরাজিত ১৯ রানের অবদান আছে মুক্তার আহমেদের।


জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানে ৩ উইকেট হারায় কোরি অ্যান্ডাসনের সান ফ্রান্সিসকো। সঞ্জয় কৃষ্ণমূর্তি ও জস ইঙ্গলিস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়।


এদিন ২০ রানের কোটায় প্রবেশ করতে পারেননি শুরুর ৯ ব্যাটার। ফিন অ্যালেন (১৩), জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৩), সঞ্জয় কৃষ্ণমূর্তি (১৩), জস ইংলিশ (১৮), শেরফেন রাদারফোর্ড (৪), হাসান খান (১৩), কোরি অ্যান্ডারসন (০), প্যাট কামিন্স (১৩), হ্যারিশ রউফ (৭) কেউই দলের জন্য কোনো অবদান রাখতে পারেননি।


একমাত্র দশ নম্বরে নেমে কারমি লে রক্স ১৯ বলে ২০ করেন। এটাই সান ফ্রান্সিসকোর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এছাড়া জুয়ানয় ড্রিসডেল ৫ রান করেন।


ওয়াশিংটনের হয়ে ৩টি করে উইকেট নেন মার্কো জানসেন এবং রাচিন রাবিন্দ্রা। ২টি উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com