
প্যারিস অলিম্পিকে প্রতিপক্ষ দলের অনুশীলনে ড্রোন ওড়ানোর দায়ে বড় ধরনের শাস্তির মুখেই পড়তে হল কানাডা নারী ফুটবল দলকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
এছাড়াও শনিবার (২৭ জুলাই) ফিফা আরও জানায়, কানাডার নারী ফুটবল দলের কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছরের জন্য কোচিং থেকে বরখাস্ত করা হয়েছে। শাস্তির মধ্যে রয়েছে আর্থিক জরিমানাও। বিনা অনুমতিতে একটি দলের অনুশীলনে ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞা অমান্য করায় কানাডিয়ান ফেডারেশনকে প্রায় ২ লাখ ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
কানাডার জন্য এই ৬ পয়েন্টের জরিমানা বেশ বড় ক্ষতিই। কারণ টোকিওতে গত অলিম্পিকে জেতা স্বর্ণপদক রক্ষার মিশনে তাদের এখন কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে। আর সেটা আবার তাদের করতে হবে মূল কোচ প্রিস্টম্যানকে ছাড়াই, যিনি আগামী এক বছর ফুটবল-সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকেও নিষিদ্ধ হয়েছেন।
ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘কর্মকর্তাদের সবাইকে তাদের আক্রমণাত্মক আচরণ এবং ন্যায্য খেলার নীতি লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে।’
এই ঘটনায় জড়িত প্রিস্টম্যানের দুই সহকারী জোসেফ লোম্বার্দি ও জেসমিন মান্ডারকেও এক বছরের জন্য সব ধরণের ফুটবল-সম্পর্কিত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।
ড্রোন ওড়ানোর ঘটনার পর গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার প্রথম ম্যাচের জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়ান প্রিস্টম্যান। এরপর তাকে চাকরি থেকে বরখাস্ত করে কানাডার ফেডারেশন। এরপর কানাডিয়ান অলিম্পিক কমিটি তাকে অলিম্পিক থেকে দেশে পাঠিয়ে দেয়।
কানাডা তাদের পরের ম্যাচে ফ্রান্সের সাথে খেলবে এবং টুর্নামেন্টে টিকে থাকার জন্য তাদের জয় দরকার। তৃতীয় স্থানের দুটি দলের মধ্যে একটি হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার কোনো আশা বাঁচিয়ে রাখতে হলে নিজেদের পরের দুটি গ্রুপ ম্যাচ জিততেই হবে কানাডাকে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]