সফলতার সঙ্গে রাজস্ব আয়ের রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৯:০৭
সফলতার সঙ্গে রাজস্ব আয়ের রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সফলতায় রিয়াল মাদ্রিদের ধারেকাছে নেই কোনো ক্লাব। আয়ের দিক থেকেও সেরা লস ব্লাঙ্কোরা। ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে ১০০ কোটি ইউরো (১২ হাজার ৭৫০ কোটি টাকা) রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ।


গত মঙ্গলবার (২৩ জুলাই) নিজেদের ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের হিসেব প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। সেখানেই জানানো হয়েছে তথ্যটি। সব মিলিয়ে গত অর্থবছরে রিয়ালের আয় ১০৭ কোটি ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৬৯০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল প্রায় ৮৪ কোটি ৩০ লাখ ইউরো বা ১০ হাজার ৭৫৭ কোটি টাকা।


ক্লাবটির বিবৃতিতে আরও বলা হয়েছে, '২০২৩-২৪ অর্থবছরে আমদের মোট পরিচালন আয় হয়েছে ১.০৭৩ বিলিয়ন ইউরো, যা আগের অর্থবছরের তুলনায় ২৩০ মিলিয়ন ইউরো বেশি। এ সময় সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম পুরোপুরি চালু না হওয়া সত্বেও ক্লাবটি ১ বিলিয়ন ইউরো পরিচালন আয় করতে সফলকাম হয়েছে। যেকোনো ফুটবল ক্লাবের জন্য যা নজিরবিহীন ঘটনা।'


রিয়ালের বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্পেন সরকারকে করের অর্থ পরিশোধের পরও এই অর্থবছরে তাদের লাভ হয়েছে ১ কোটি ৬০ লাখ ইউরো (২০৪ কোটি টাকা), যা আগের অর্থবছরের চেয়ে ৩২ শতাংশ বেশি।


মাঠের সাফল্যের ছাপই পড়েছে ক্লাবের অর্থনীতিতে। গত মৌসুমে সম্ভাব্য চার শিরোপার তিনটিই জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের শিরোপাও তারা ঘরে তুলেছে। ব্যর্থতা বলতে কোপা দেল রে'র শেষ ষোলো থেকে বাদ পড়াটাই।


এই শতাব্দীতে প্রায় প্রতি বছরই লাভের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ। শুধু করোনা মহামারির সময় দুই অর্থবছরে (২০১৯-২০ ও ২০২০-২১) অন্যান্য ক্লাবের মতোই লোকসান গুনতে হয়েছিল তাদের। তবে সেই ক্ষতি গত তিন বছরে ভালোভাবেই পুষিয়ে নিয়েছে তারা।


আয় বাড়ার সঙ্গে সঙ্গে রিয়ালের সম্পদের মূল্যও বাড়ছে তরতর করে বাড়ছে। গত ৩০ জুন পর্যন্ত ক্লাবটির মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ৪০ লাখ ইউরো (৭ হাজার ৩২২ কোটি টাকা)। কর রাজস্ব ও সামাজিক নিরাপত্তায় ক্লাবটির অবদান ছিল ২৭ কোটি ৭১ লাখ ইউরো (৩ হাজার ৫৩৭ কোটি টাকা)।


রিয়ালের বিবৃতিতে জানা যায়, সম্প্রচার ব্যতীত সব ধরনের ব্যবসায়িক পরিধি বেড়েছে তাদের।এর মধ্যে উল্লেখযোগ্য হলো মার্চেন্ডাইজিং ও পৃষ্ঠপোষকতা থেকে আয়। জার্সির হাতায় বিখ্যাত তথ্যপ্রযুক্তি কোম্পানি এইচপির লোগো ব্যবহারের চুক্তির পর ক্লাবের উপার্জন তরতর করে বেড়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com