
ইউরো কাপে এবার ১২ বছর পর আবারও শিরোপা উঁচিয়ে ধরেছে স্পেন। ইউরো জয়ের পেছনে স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৭ বছর বয়সি তারকা লামিন ইয়ামাল। ৪ অ্যাসিস্টের পাশাপাশি একটি গোলও দিয়েছেন তিনি। আর ফ্রান্সের বিপক্ষে করা তার গোলটি ইউরোর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষকেরা ইউরো ২০২৪–এর সেরা ১০টি গোল বেছে নিয়েছেন। এর মধ্যে ইয়ামালের গোলটি ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ বা টুর্নামেন্টের সেরা গোল হিসেবে বেছে নেয়া হয়েছে।
ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের কাছে প্রথমে গোল হজম করার পর ঘুরে দাঁড়ায় স্পেন। ইয়ামাল ম্যাচের ২১তম মিনিটে স্পেনকে সমতায় ফেরানোর গোলটি করেন ডি-বক্সের বাইরে থেকে। গোলের পরই ধারাভাষ্যকাররা বলছিলেন, সন্দেহাতীতভাবেই এটি আসরের সেরা। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।
দ্বিতীয় সেরা গোলের স্বীকৃতি পেয়েছে শেষ ষোলোর লড়াইয়ের শেষদিকে স্লোভাকিয়ার বিপক্ষে ওভারহেড কিকে করা জুড বেলিংহ্যামেরটি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে সুইজারল্যান্ডের জেরদান শাকিরির গোলটি তৃতীয় সেরার স্বীকৃতি পেয়েছে।
ইউরো শেষে উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষক দল সেরা একাদশ, সেরা খেলোয়াড়, সেরা তরুণ খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা গোল বেছে নেয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]