রাত পোহালেই লঙ্কা অভিযান দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০০:২৫
রাত পোহালেই লঙ্কা অভিযান দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন মুলুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা।


গত কয়েক বছরে বাঘ ও সিংহের ম্যাচগুলো স্রেফ খেলাতে সীমাবদ্ধ থাকেনি। নাগিন ড্যান্স থেকে টাইমড আউট- দুটি ঘটনায় বেড়েছে উত্তাপ।


উত্তাপ ও উত্তেজনা নিয়েই যুক্তরাষ্ট্রে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।


টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ। তাদের জন্য ম্যাচটি বিশ্বকাপে টিকে থাকারও। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচ হারায় চাপে আছে দলটি। বাংলাদেশ নির্ভার, তা বলা যাবে না। সাম্প্রতিক অফফর্ম, আরও ছোট করে আনলে গত একমাসে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের চেয়ে গড়পড়তা খুব কম দলই বোধহয় খেলেছে।


তবে এই ম্যাচে পেসার শরিফুল ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে তার পরিবর্তে একাদশে দেখা যাবে তানজিম হাসান সাকিবকে।


বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ইনজুরিতে পড়েন বাঁহাতি পেস বোলার শরীফুল ইসলাম। আঙুলে ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে শরীফুল খেলতে পারবেন না, এ কথা আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়।


ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। সদ্য ইনজুরি কাটিয়ে ফেরায় কতটা ছন্দে থাকবেন তা বলা মুশকিল। তাই তাকে নাও দেখা যেতে পারে প্রথম ম্যাচের একাদশে।


শরীফুল-তাসকিন ছাড়া স্কোয়াডে পেসার হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান। একাদশে এই দুই পেসারের জায়গা অনেকটা নিশ্চিত।


বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:


তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াল, জাকের আলী অনিক (উইকেটকিপার) মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ:


পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার) কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রামা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকসানা/দুষ্মন্ত চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান তুষারা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com