
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। কিন্তু দলটির সাম্প্রতিক পারফরম্যান্সে আশাহত ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই তাদের এমন হতশ্রী পারফরম্যান্স মেনে নিতে পারছেন না ভক্তরা।
অনেকেই ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের কোনও খেলাই তারা দেখবেন না! ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শান্ত-সৌম্য-লিটনদের গালমন্দ করতে শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে হয়েছে অনেক সমালোচনা। প্রশ্ন উঠেছে তাদের ক্রিকেট সামর্থ্য নিয়ে। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভক্তরা যতই গালমন্দ করুক, খেলা ঠিকই দেখবেন!
এই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আসেন সংবাদ সম্মেলনে। যেখানে তিনি শুধু ম্যাচই নয়-অতীত, বর্তমান ও নিকট ভবিষ্যৎ নিয়ে কথাও বললেন বেশ।
এমনিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা প্রথম ম্যাচ হেরে চাপে আছে। এ অবস্থায় লঙ্কানদের কতোটা চেপে ধরতে পারবে বাংলাদেশ?
এ নিয়ে অধিনায়ক শান্ত বলছিলেন, তাদের মনে কী চলছে, কীসের মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের কথাই ভাবছি। আমাদের নিজেদের শক্তিমত্তার ওপরই আমরা খেলতে চাই। হ্যাঁ, তারা প্রথম ম্যাচটা ভালো খেলেনি। তবে সেটা নিয়ে আমরা ভাবছি না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে হেরেছে, তার আগেও বেশ ভালো পারফর্ম্যান্স ছিল না। শেষ কিছু দিনে সময়টা ভালো যায়নি বাংলাদেশের। শান্ত জানেন পুরো জাতি তাকিয়ে।
অধিনায়ক আজ বলছিলেন, দর্শকদের প্রত্যাশা সবসময়ই থাকে। সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সেটা থাকবে আশা করি। আমরাও চাই যত ভালো ক্রিকেট খেলে তাদের ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি। তবে গুরুত্বপূর্ণ হলো কীভাবে আমরা ওই ম্যাচে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারছি, আর আমাদের শক্তিমত্তার ওপর ভিত্তি করে ম্যাচটা খেলছি কি না। আমাদের শক্তির ওপর নির্ভর করে যদি আমরা খেলতে পারি, তাহলে আমরা খুব ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।
জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু প্রস্তুতি শুরু। সেখান থেকে অবশেশে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামা, কতটা প্রস্তুত বাংলাদেশ? শান্ত বলছিলেন, আমরা সবাই ভালোভাবে প্রস্তুত। যতটুকু সুযোগ সুবিধা ছিল, আমরা সবটুকু নেওয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই, এর ভেতর থেকে ভালো জিনিসটা যতটুকু নেওয়া যায় আমরা চেষ্টা করেছি।
একইসঙ্গে এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচ নিয়েও কথা হচ্ছে। ইউএসএতে নতুন সারফেস উইকেট সবারই একটু স্ট্রাগল হচ্ছে। লো স্কোরিং ম্যাচ হচ্ছে। ডালাসের উইকেট দেখে কী মনে হয়েছে? আর এই যে লো স্কোরিং ম্যাচ হচ্ছে তা নিয়ে বাংলাদেশ কতোটা আশাবাদী?
শান্ত এই প্রশ্নের উত্তরে বলেন, এই উইকেটে এক ম্যাচে ১৯৪ হয়েছে, আবার আজকে ১৫০ হয়েছে। তো কালকে খেলা শুরু করলেই বুঝব কত রানের উইকেট। ওভারল আমার কাছে নতুন বলে ব্যাট করাটা চ্যালেঞ্জিং মনে হয়েছে। কিন্তু অজুহাতের সুযোগ নেই। এ অসুবিধা কাটিয়ে কীভাবে দলকে ভালো শুরু এনে দিতে পারি, সেটাই ব্যাটারদের দায়িত্ব। বোলাররা সুযোগটা কাজে লাগিয়ে কীভাবে উইকেট তুলে নিতে পারছে সেটা গুরুত্বপূর্ণ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]