
আজ রবিবার (২ জুন) থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর তার আগে গতকাল (শনিবার) নিউয়র্কে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে একটি সিরিজ এবং দুইটি ওয়ার্মআপ ম্যাচ পেয়েছিল বাংলাদেশ। সেখানে পাঁচ ম্যাচের মধ্যে নিজেদের ৩য় হারে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।
শনিবার (১ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে ব্যাটারদের চরম ব্যর্থতায় রোহিত শর্মা-পান্ডিয়াদের কাছে পাত্তাই পায়নি টাইগাররা।
আগে ব্যাটিং করে ভারত ১৮২ রান করে। জবাবে বাংলাদেশ ১২২ রানের বেশি করতে পারেনি। ৬০ রানের পরাজয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো শান্ত-সাকিবরা।
রান তাড়ায় নেমে শুরুতেই বাংলাদেশকে বিপদে ফেলেন সৌম্য, লিটন, শান্ত। শুরুর দিকে যেখানে তাদের দায়িত্ব নিয়ে ইনিংস শুরু করার কথা সেখানে দলকে আরও চাপে ফেলেন এই তিন ব্যাটার। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য, লিটনের ব্যাট থেকে আসে ৬ রান। আর অধিনায়ক শান্ত দলকে বিপদমুক্ত না করে বরং আরও বিপদ বাড়িয়ে যান শূন্য রানে আউট হয়ে।
টপ অর্ডারের চরম ব্যর্থতা এদিন আরও একবার শিরোনাম হয়েছে দেশের ক্রিকেটের জন্য। ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারেও অধিনায়ক শান্তর কণ্ঠে ব্যাটিং ব্যর্থতার কথাই ফুটে উঠেছে, আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি, কিন্তু আমি মনে করি মূল ম্যাচে আমরা আরো ভালো করব। আমরা অতীত নিয়ে ভাবছি না, সামনে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।
ভারতের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন শরিফুল ইসলাম। হারের পাশাপাশি এই ম্যাচে বড় দুশ্চিন্তা হয়ে এসেছে এই পেসারের হাতে ব্যাথা পাওয়ার ঘটনা।
ইনজুরি আক্রান্ত শরিফুল ইসলামকে নিয়ে শান্ত বললেন, সে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে আছে, সে ফিরে আসবে আশা করি।
টাইগার অধিনায়ক জানান, বোলাররা দারুণ করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের পারফরম্যান্সে খুশি। আমরা ব্যাটিংয়ে সেরাটা দিতে পারিনি তবে আশা করি মূল টুর্নামেন্টে আমরা ভালো করবো। পূর্বে যা ঘটেছে সেটি নিয়ে আমরা মোটেও চিন্তিত নয়। আমরা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানি। আমাদেরকে আরও সাহসী হতে হবে এবং পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তাসকিন এবং মুস্তাফিজ যখন ফিরবে তখন আমাদের বোলিং লাইনআপের চিত্র বদলে যাবে। শরিফুল পর্যবেক্ষণে আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্য সবাই মুখিয়ে আছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]