
আল ফাইহার বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে জয় পেয়েছিল আল নাসর। দলকে জেতাতে সেদিন শেষ সময়ে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর ফিরতি লেগে গতকালও এই পর্তুগীজ মহাতারকার গোলেই জয় নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। ফলে দুই লেগ মিলিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে প্রো লিগের ক্লাবটি।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে আল ফায়হাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের হয়ে একটি করে গোল করেন ওতাভিও ও রোনালদো। দুই লেগ মিলিয়ে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সৌদি আরবের রিয়াদ ভিত্তিক ক্লাবটি।
আওয়াল পার্কে ফিরতি লেগে গতকাল আল ফাইহার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। দলকে লিড এনে দেয়া গোলটিও করেছেন আরেক পর্তুগীজ ফুটবলারই। আল খাইবারির ক্রসে মাথা ছুইয়ে আল নাসরকে এগিয়ে দেন ওতাভিও।
এদিকে এক গোলে এগিয়ে যাওয়ার পর আল নাসরের হয়ে আরও একটুই গোল করেছিলেন রোনালদো। তবে অফসাইডের জন্য গোলটি বাতিল হয়ে যায়। দুইবার প্রতিপক্ষের ডি বক্সে পড়ে গেলেও তাঁর পেনাল্টির আবেদনে সাড়াও দেননি রেফারি।
তবে শেষ পর্যন্ত গোলের দেখা পেয়েছেন পর্তুগীজ মহাতারকা। প্রথম লেগে যেমন ৮১ মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন তেমনি কালও একেবারে শেষ মুহূর্তে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৮৬ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের বাড়িয়ে দেয়া বল ফাইহার গোলরক্ষক ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোল করেন সিআরসেভেন।
আল নাসরকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোনালদো লিখেছেন, ‘কী দারুণ রাত! আমরা পরবর্তী ধাপে উঠেছি। সমর্থনের জন্য ধন্যবাদ।’
আল নাসরের পরের ম্যাচ প্রো লিগে। আগামী রবিবার আল শাবাবের ঘরের মাঠে খেলতে যাবে রোনালদোর দল। শিরোপার লড়াইয়ে তাদের সামনে রয়েছে আল হিলাল। তারা আল নাসর থেকে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। নেইমার জুনিয়রের ক্লাবকে টপকে শীর্ষে উঠতে গেলে আল নাসরকে কঠিন প্রতিযোগিতায়ই নামতে হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]