
রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২টি ছক্কা ও ১৪টি চারে ২৩৬ বলে অপরাজিত ২১৪ রান করেন ভারতের ওপেনার জয়সওয়াল। এই ইনিংসের সুবাদে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে ১৫তম স্থানে উঠে এসেছেন জয়সওয়াল।
ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে ভারতের রেকর্ড ৪৩৪ রানের জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন জয়সওয়াল। বিশ্বের সপ্তম ও ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে বসেন ওয়াসিম আকরামের পাশে।
বিশাখাপত্নমে সিরিজের দ্বিতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরির করায় র্যাংকিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে ছিলেন জয়সওয়াল।
জয়সওয়ালের রেকর্ড গড়া ম্যাচে সেরা খেলোয়াড় হন ভারতের রবীন্দ্র জাদেজা। ১১২ রান করার পাশাপাশি ৭ উইকেট নেন তিনি। এতে ব্যাটিং তালিকায় ৪১তম থেকে ৩৪তম স্থানে এবং বোলারদের ক্ষেত্রে তিন ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠছেন জাদেজা। ৫৩ রেটিং পয়েন্ট বাড়িয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান মজবুত করেছেন তিনি। বর্তমানে ৪৬৯ রেটিং আছে তার। যা অলরাউন্ডার তালিকায় জাদেজার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।
রাজকোটে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫শ উইকেট পূর্ণ করেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। মায়ের অসুস্থতায় রাজকোট টেস্টের তৃতীয় দিন দল ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। চতুর্থ দিন দলের সাথে যোগ দিয়ে দ্বিতীয় ইনিংসেও ১ উইকেট নেন এই ডান-হাতি। এতে বোলিং তালিকায় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে টপকে দ্বিতীয়স্থানে উঠেছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]