বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে হাবিবুল বাশার সুমনের নতুন দায়িত্ব সম্পর্কে জানায় বিসিবি।
বিবৃতি অনুযায়ী, এখন থেকে উইমেন্স উইং এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান, বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি।
বাশারের পাশাপাশি সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও বড় কোনো পদে দেখা যেতে পারে।
জানা গেছে, টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে দেখা যেতে পারে তাকে। টুর্নামেন্ট কমিটির মূলত বাংলাদেশের ক্রিকেটে এই দুই সাবেক তারকার অবদানের পাশাপাশি তারা যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে লক্ষ্য রেখেই আসলে তাদেরকে বোর্ডে রেখে দেয়ার সিদ্ধান্ত নেন ক্রীড়ামন্ত্রী।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]