গত সপ্তাহেই এবারের মৌসুমের অন্যতম শিরোপা প্রত্যাশি দল জিরোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল মাদ্রিদ। সেই রিয়ালই ১৮ ফেব্রুয়ারি, রবিবার লা-লিগায় ভায়েকানোর বিপক্ষে ম্যাচে ভুগল গোল খরায়। ম্যাচের তিন মিনিটের মাথায় এগিয়ে গেলেও পরে আর জালের ঠিকানা খুঁজে পাননি ভিনিসিয়াসরা। এদিকে শুরুতেই পিছিয়ে পড়েও পরে পেনাল্টিতে সমতায় ফিরে ভায়েকানো। শেষ পর্যন্ত ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের ২ পয়েন্ট কেড়েই নিয়েছে পয়েন্ট টেবিলের ১৪ নম্বর দলটি।
রায়ে ভায়েকানোর ঘরের মাঠে গতকাল জুড বেলিংহাম ছাড়াই খেলতে নেমেছিল রিয়াল। এদিন শুরুর একাদশে ছিলেন না টনি ক্রুস, রদ্রিগোরা। তবে গোলের দেখা পেতে অবশ্য বেগ পেতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। ম্যাচের তিন মিনিটের মাথায় এগিয়ে যায় রিয়াল।
ভালভার্দের বাড়িয়ে দেয়া বলে ম্যাচের শুরতেই কাল জালের ঠিকানা খুঁজে নেন হোসেলু। ফলে লিডের দেখা পায় রিয়াল। এদিকে প্রথমে এগিয়ে গিয়েও পরে গোল খরায় ভুগেছে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে ২৪ মিনিটে উল্টো সমতায় ফেরে ভায়েকানো।
বক্সের ভেতর রিয়াল ফুটবলার এদুয়ার্দো ক্যামাভিঙ্গা হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভায়েকানো। আর দারুণ এক স্পটকিকে দলকে সমতা এনে দেন রাউল দে তমাস। এরপর প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে বেশ কয়েকবারই গল করার সুযোগ তৈরি করেছেন রিয়াল ফুটবলাররা। তবে কোনো বারই সফল হতে পারেননি তারা। এদিকে ম্যাচের একেবারে শেষদিকে কাল লা কার্ড দেখে মাঠ ছেড়েছেন রিয়ালের দানি কারভাহাল।
এদিকে ভায়েকানোর বিপক্ষে ড্র করায় জিরনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল। ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬।
এদিকে গতকালের ড্রয়ের পর রিয়াল কোচ আনচেলত্তি গতকাল বলেন, ‘আমাদের সব ম্যাচই জেতা উচিত, তবে লিগ জিততে হলে যেসব ম্যাচ আপনি জিতবেন না, সেগুলোতে কিন্তু হারা চলবে না। মাঝেমধ্যে ড্র করে একটু ক্ষতিগ্রস্ত হবেন, তবে এটাই আবার লিগ জয়ের আরেকটু কাছে নিয়ে যাবে আপনাকে।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]