
সারা দেশে যারা তাণ্ডব চালিয়েছে তারা কখনো ছাত্র হতে পারে না বলে মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল বলেছেন, তারা ছিল বিএনপি ও জামায়াতের ক্যাডার। তারা এই নৈরাজ্য করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
২৬ জুলাই, শুক্রবার দুপুরে নরসিংদীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় শতকরা পাঁচ শতাংশ রাখার যে রায় হয়েছে সেটি মুক্তিযোদ্ধারা মেনে নিয়েছে।
বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, তাদের কার্যকলাপে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রাণের প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আঘাত করা হয়েছে। তারাই আঘাত করেছে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বিএনপি, জামায়াত, শিবির ও ছাত্রদলের ক্যাডার।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা সরকারকে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে।
আলোচনা শেষে অতিথিরা ভাঙচুরকৃত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।
বিবার্তা/কামাল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]