৯০ এবং ৯০ পরবর্তী গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্রসংগঠনের সাবেক নেতৃবৃন্দের বৈঠক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ২১:০৮
৯০ এবং ৯০ পরবর্তী গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্রসংগঠনের সাবেক নেতৃবৃন্দের বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত জঙ্গিবাদীদের সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য প্রতিহত করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্রসংগঠনের ৯০ এবং ৯০ পরবর্তী সাবেক নেতৃবৃন্দ।


২৬ জুলাই, শুক্রবার বিকাল ৩টায় ধানমন্ডিতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকসু ভিপি এানমুল হক শামীমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভুত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন সাবেক ছাত্রনেতৃবৃন্দ। সাম্প্রতিক ঘটনায় তরুন শিক্ষার্থী, সাধারণ পথচারী, সাংবাদিক, পুলিশ নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন তারা।


এসময় আন্দোলনে আহত চিকিৎসার ব্যয়ভার ও নিহতদের পরিবারের দায়িত্ব নেয়ার জন্য সরকারকে আহ্বান জানান সাবেক নেতৃবৃন্দ।


কোটা আন্দোলনের নাম বিএনপি-জামায়াত-জঙ্গীবাদী শক্তির সুপরিকল্পিত, সুসংগঠিত ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সাবেক নেতৃবৃন্দ বলেন, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের রায় ও নির্দেশনার আলোকে সরকার কর্তৃক দ্রুত পরিপত্র জারি করে সমস্যার সমাধান হয়ে যাওয়া আন্দোলনকারীদের ধৈর্য ধারণ এবং অর্জিত বিজয় ধরে রেখে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই।


তারা বলেন, কোটা আন্দোলন হাইজ্যাক করে বিএনপি-জামায়াত-জঙ্গিরা যাতে অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাই।


একই সঙ্গে কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামাত-জঙ্গিদের সন্ত্রাস, অগ্নিসংযোগ নৈরাজ্য প্রতিহত করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।


জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নুর পরিচালনায় সভায় পরবর্তী কার্যক্রমকে সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয় জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহিল কাইয়ুমকে।


সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না, জাসদ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মোহসীন, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি, সাবেক ছাত্রনেতা পঙ্কজ দেব নাথ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, ছাত্রমৈত্রীর সাবেক নেতা মোস্তফা আলমগীর রতন, সাবেক সভাপতি সাব্বাহ আলী কলিন্স, ছাত্রআন্দোলনের সাবেক সভাপতি মোশাহিদ আহমেদ, ছাত্রকেন্দ্রের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী, সাবেক ছাত্রনেতা মোজবাউল হাসান সাচ্চু, আফজালুর রহমান বাবু, গোলাম রাব্বানী চিনু, খায়রুল হাসান জুয়েল, জাতীয় ছাত্রঐক্যের সাবেক সাধারণ সম্পাদক আশোক ধর, জাসদ ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল হক মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি সামসুল ইসলাম সুমনসহ ৩৮ জন সাবেক ছাত্রনেতা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com