
পর্দা উঠল বিপিএলের দশম আসরের। শুক্রবার (১৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। উদ্বোধনী ম্যাচেই টস জিতেছে ঢাকা।
বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের নয় আসরে চার বারই শিরোপা জিতেছে তারা। এবারের বিপিএলেও ফেবারিট তারা। অপরদিকে কুমিল্লা থেকে বেশ পিছিয়ে ঢাকা। তবুও তাসকিন-মোসাদ্দেকের দিকে নজর থাকবে সকলের।
এদিকে অধিনায়কত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় কুমিল্লার অধিনায়ক লিটন দাসের। মুস্তাফিজ, ইমরুল ছাড়াও দলে রয়েছেন বেশকিছু বিদেশি ক্রিকেটার। পরীক্ষিত পারফর্মারদের নিয়েই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চান লিটন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুসফিক হাসান।
দুর্দান্ত ঢাকা:
মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান সুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]