
কলম্বোতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে হাসারাঙ্গার ঘূর্ণিতে টি-টোয়েন্টিতে তাদের রেকর্ড সর্বনিম্ন ৮২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ বল আর ৯ উইকেট হাতে রেখেই অঘোষিত ফাইনাল ম্যাচটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
যা আবার ২০২২ সালের এশিয়া কাপ শিরোপার পর তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ও। অপরদিকে এই জয়ে রেকর্ড গড়েছেন লঙ্কানরা। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইতিহাসে এটি সব থেকে বড় জয়। এর আগে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় লঙ্কানরা।
কলম্বোয় টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ১ রানে নামের পাশে রান যোগ করাড় আগেই সাজঘরে ফেরেন ওপেনার ক্রেইগ এরবিন। সেখান থেকে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ভালো শুরুর আভাস দিয়েছিলো জিম্বাবুয়ে।
আর এরপর বিপদ ডেকে আনে জিম্বাবুয়ে। তিন নম্বর ব্যাটার ব্রায়ান ব্রেনেট সর্বোচ্চ ২৯ রান করেছেন। তাকে সাজঘরে পাঠান ম্যাথুজ। তারপর হঠাৎ ধস নামলে ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের শেষ ৩ বলেই পড়েছে ৩ উইকেট! শেষ পর্যন্ত ১৪.১ ওভারে ৮২ রানে থামে জিম্বাবুয়ে। এত কম রানে থামিয়ে দেওয়ায় বড় ভূমিকা ছিল শ্রীলঙ্কা অধিনায়ক হাসারাঙ্গার। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
জবাব দিতে নেমে ৫৫ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ২৩ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এছাড়া কুশল মেন্ডিস ৩৩ এবং ধনঞ্জয়া ডি সিলভা করেন অপরাজিত ১৫ রান। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি নেন শন উইলিয়ামস।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]