
অ্যাডিলেড টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে দিয়ে স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়াও। ২ উইকেটে ৫৯ রান নিয়ে প্রথম দিন শেষ করা স্বাগতিকরা আজ ১২৯ রানে হারায় ৫ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের সুযোগ ছিল ছোট পুঁজি নিয়েও লিড নেওয়ার। তবে ট্রাভিস হেডের দুর্দান্ত লড়াইয়ে সেটা হয়নি। হেড দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে ২৮৩ রানের সংগ্রহ। প্রথম ইনিংসে ৯৫ রানের লিড পায় প্যাট কামিন্সের দল।
আর এই ৯৫ রানের লিড নিয়েই ক্যারিবীয়দের ইনিংস পরাজয়ের শঙ্কায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৭৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও তারা পিছিয়ে ২২ রানে।
স্বীকৃত ব্যাটারের মধ্যে কেবল আছেন জসুয়া ডি সিলভা। উইকেটরক্ষক এই ব্যাটার অপরাজিত ১৭ রানে। এরপরের চারজনই বোলার। ফলে ২২ রান পার করে ইনিংস পরাজয় এড়ানোও কঠিন হয়ে যেতে পারে সফরকারীদের।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের এই দুর্দশায় ফেলার কারিগর জস হ্যাজেলউড। ১৯ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অসি পেসারই নেন প্রথম ৪টি উইকেট।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]