
জয়ের ধারা অব্যাহত রেখেছে পিএসজি। রবিবার (১৪ জানুয়ারি) লসকে হারিয়েছে ২-০ গোলে। তাতে দ্বিতীয় স্থানে থাকা নিসের থেকে এগিয়ে গেছে আট পয়েন্টে। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট পিএসজির। দুইয়ে থাকা নিসের পয়েন্ট ৩৫।
এর আগে শনিবার রেনের কাছে নিস হেরে যাওয়ায় আরও পিছিয়ে পড়ে দলটি। এই সুযোগে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে আধিপত্য ছিল পিএসজিরই।
তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট পর্যন্ত। ব্রাডলি বারকোলা জাল খুঁজে পেলে এগিয়ে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে দাপট দেখালেও গোল পাচ্ছিল না লুইস এনরিকের দল। অবশেষে ৮৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল জয় নিশ্চিত করে।
এ নিয়ে লিগে এটি তার ১৯তম গোল। ম্যাচ জেতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পিএসজি কোচ এনরিকে, ‘পুরো ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি। আমি মনে করি, সবসময়ই আমার দল প্রতিদ্বন্দ্বিতা করে, আজও তার ব্যতিক্রম ছিল না।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]