
শেষ বলে দুই রান নিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি ম্যাচে ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারাতে বেগ পেতে হয়েছে শ্রীলঙ্কাকে। সফরকারীদের দেয়া ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ গড়ায় শেষ ওভারে। ব্লেসিং মুজারাবানির শেষ ওভার থেকে স্বাগতিকদের দরকার ছিল ১৪ রান। শেষ বলে দুই রান নিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে শ্রীলঙ্কা।
শেষ ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথম দুই বলে দুই চার দিলে ম্যাচ অনেকটা শ্রীলঙ্কার দিকে ঝুঁকে পড়ে। তবে তৃতীয় বল ডট এবং চতুর্থ বলে অভিজ্ঞ ম্যাথিউজকে আউট করে দুর্দান্তভাবে জিম্বাবুয়েকে ম্যাচে ফিরিয়ে আনেন মুজারাবানি। যদিও পঞ্চম বলে চার ও শেষ বলে দুই রান নিয়ে শ্রীলঙ্কাকে মনে রাখার মতো এক জয় এনে দেন দুশমন্থ চামিরা।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংস প্রায় একাই টেনেছেন অভিজ্ঞ সিকান্দার রাজা। দুই ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে ও ক্রেইগ আরভিনের বিদায়ের পর শন উইলিয়ামস, পরে ব্রায়ান বেনেটকে নিয়ে দলের সংগ্রহ চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যান রাজা। ১৯তম ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরার আগে ৪২ বলে ৬২ রান করেন তিনি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার কামুনহুকামুয়ে। শ্রীলঙ্কার তিকশানা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট, অধিনায়ক হাসারাঙ্গার ২ উইকেটে খরচ ১৯ রান।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]