আবারও ভারতীয় লিগে খেলতে যাচ্ছেন সাবিনা
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৪২
আবারও ভারতীয় লিগে খেলতে যাচ্ছেন সাবিনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৮ সালে সেথু এফসির জার্সিতে প্রথমবার ভারতীয় ক্লাবে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ৬ বছর পর সাবিনা আবার যাচ্ছেন ভারতের ঘরোয়া লিগে খেলতে। ৮ ডিসেম্বর শুরু হওয়া ইন্ডিয়ান উইমেন্স লিগের কর্নাটকের ক্লাব কিকস্টার্ট এফসি থেকে ৩ মাসের জন্য সাবিনার সাথে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।


সাবিনা খাতুন বলেছেন, ‘আমি ওই ক্লাব থেকে ৩ মাসের চুক্তির প্রস্তাব পেয়েছি। এরপর বাফুফের ছাড়পত্র নিয়ে আমি ভারতীয় ভিসার জন্য ১০ জানুয়ারি, বুধবার কাগজ-পত্র জমা দিয়েছি। ভিসার ওপর নির্ভর করে ক্লাবটির সঙ্গে চুক্তি। সবকিছু ঠিকঠাক মতো এগুলো ১৭ জানুয়ারি সেথু এফসির বিপক্ষে ম্যাচ খেলবো।’


সাবিনা খাতুন বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলেছেন মালদ্বীপের ক্লাবে। দ্বীপ দেশটিতে কয়েকবছর খেলার পর তিনি ২০২৮ সালে খেলেছিলেন ভারতের সেথু এফসিতে।


ওই লিগে সাবিনা ৭ ম্যাচ খেলেছিলেন সেথু এফসির জার্সিতে। করেছিলেন ৬ গোল। এবার পুরনো দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সাবিনার যাত্রা শুরু হতে পারে ভারতীয় লিগে।


এই লিগে সাবিনাদের ক্লাবে বাকি দুই বিদেশি নেপালের। একজন প্রীতি রাই, অন্যজন দিপা শাহী।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com