ফিফার শাস্তির মুখে ব্রাজিল, শঙ্কায় ২০২৬ বিশ্বকাপ অংশগ্রহণ
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৫:২৪
ফিফার শাস্তির মুখে ব্রাজিল, শঙ্কায় ২০২৬ বিশ্বকাপ অংশগ্রহণ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজকে তার পদ থেকে ছাঁটাই করেছেন রিও ডি জেনেরোর কোর্ট। ফিফা আইন অনুযায়ী, সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের হস্তক্ষেপ বৈধ নয়। তাতে চটেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দেশটির জন্য তাই অপেক্ষা করছে কঠিন শাস্তি। এমনকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিষিদ্ধ করারও হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি। তাতে শঙ্কা জেগেছে সেলেসাওদের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও।


ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে দেয়া এক চিঠিতে ফিফা জানায়, দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর তৎপরতা থামাতে হবে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। ফিফার চিঠির পরও যদি তাড়াহুড়ো করে রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয় তাহলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল সংস্থা।


ফিফা একটি চিঠিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন্সকে (সিবিএফ) জানিয়েছে যে, ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর জন্য যে তৎপরতা চলছে তা থামাতে হবে। এখনই কোনও পদক্ষেপ নেয়া যাবে না। যদি এ নির্দেশের পরও তাড়াহুড়ো করে রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়, তাহলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে। সে ক্ষেত্রে শুধু ব্রাজিল ফুটবল দলই নয়, দেশটির সবগুলো ক্লাবই এই শাস্তির আওতায় পড়ে যাবে।


গত বছর ব্রাজিল ফুটবল ফেডারেশেনের নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজ ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিও ডি জেনিরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান রদ্রিগেজ; কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।


ফুটবল ফেডারেশনে সরকার, আদালত বা তৃতীয় পক্ষের যে কোনোরকমের হস্তক্ষেপ ফিফা বরদাস্ত করে না। কোনও রকমের সমস্যা হলে ফুটবল ফেডারেশনকেই সে সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে তারা। যদি তেমনটা না হয়, তাহলে বিশ্বকাপের মত বড় প্রতিযোগিতা থেকেও বাদ পড়তে হতে পারে ব্রাজিলকে।


ফিফা ও কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন) জানিয়েছে, তারা একটি কমিটি তৈরি করছে। সেই কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে। আগামী ৮ জানুয়ারি সেই কমিটির সদস্যেরা ব্রাজিলে যাবেন। তারা সেখানকার ফুটবল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ খতিয়ে দেখবেন।


এরমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করে দিয়েছে ফিফা। তৃতীয় পক্ষের কোনও হস্তক্ষেপ যাতে না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে। যদি তেমনটা হয় তা হলে কড়া পদক্ষেপ করতে পারে ফিফা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com