আলাভেসকে হারিয়ে আবারও শীর্ষে জিরোনা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৪
আলাভেসকে হারিয়ে আবারও শীর্ষে জিরোনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্প্যানিশ লা লিগায় এবার পয়েন্ট টেবিলে ধুন্দুমার লড়াই চলছে রিয়াল মাদ্রিদ এবং জিরোনার মধ্যে। একবার রিয়াল শীর্ষে তো আরেকবার শীর্ষে উঠছে জিরোনা। সর্বশেষ ১৭ ডিসেম্বর, রবিবার জিরোনাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলো রিয়াল। কিন্তু ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে পারেনি তারা। ১৮ ডিসেম্বর, সোমবার রাতে আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে আবারও শীর্ষে উঠে এলো জিরোনা।


স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ১৭ ম্যাচে ১৪ জয় এবং ২ ড্র’য়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। সমান সংখ্যক ম্যাচে ১৩ জয় এবং ৩ ড্র’য়ে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে আলাভেস।


ইউক্রেন ফরোয়ার্ড আর্তেম দোভিক করেছেন জোড়া গোল। তাতেই রূপকথার আরো একটি গল্প লিখলো তারা। যে কারণে রিয়ালকে পেছনে ফেলে এককভাবে টেবিলের শীর্ষে উঠেছে তারা।


কাতালোনিয়ান এই ক্লাবটি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত। তবে তারা যে এবার সত্যিই একটা ইতিহাস গড়তে যাচ্ছে, তা গত সপ্তাহেই দেখিয়ে দিয়েছে। বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে। কাতালান এই প্রতিপক্ষ প্রথমবারের মত হারানোর রেকর্ড গড়লো তারা। একমাত্র রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে পরাজয় ছাড়া তেমন বড় কোনো দুর্ঘটনার শিকার হয়নি জিরোনা।


আর্তেম দোভিক প্রথম গোল করে এগিয়ে দেন জিরোনাকে। ২৩তম মিনিটে প্রথম গোল করেন তিনি। এরপর প্রথমার্ধে আরও একবার আলাভেসের জালে বল জড়ায় জিরোনা। এই গোলটি করেন পোর্তু। ম্যাচের ৫৯ম মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আর্তেম দোভিক।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com