আইপিএল নিলাম: কোন দলের হাতে কত টাকা?
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩:৩২
আইপিএল নিলাম: কোন দলের হাতে কত টাকা?
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মিনি নিলাম আজ। প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে হচ্ছে এবারের নিলাম।


নিলামের জন্য সপ্তাহখানেক আগেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। দু'জন ক্রিকেটার রয়েছেন সহযোগী ক্রিকেট দেশ থেকে। এদের মধ্যে ১০ দলের জন্য ৭৭ টি স্লট খালি আছে। এদের মধ্যে আবার ৩০ টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।


নিলামে অংশ নেবেন ১১৬ জন ‘ক্যাপড’ ক্রিকেটার। অর্থাৎ দেশের হয়ে এই ক্রিকেটাররা ইতোমধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। রয়েছেন ২১৫ জন ‘আনক্যাপড’ ক্রিকেটার। অর্থাৎ এই ক্রিকেটাররা এখনও পর্যন্ত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। দু'জন ক্রিকেটার রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে।


আসুন জেনে নেই কোন দলের হাতে কত টাকা
চেন্নাই সুপার কিংস:
হাতে আছে ৩১ কোটি ৪০ লক্ষ টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে, যার মধ্য়ে থাকতে পাড়ে ৩ বিদেশি।


দিল্লি ক্য়াপিটালস:
দলটির কাছে আছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা। ৯ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৪ বিদেশি।


গুজরাট টাইটান্স:
৩৮ কোটি ১৫ লক্ষ টাকা আছে তাদের। ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে বিদেশি সর্বোচ্চ ২ জন।


কলকাতা নাইট রাইডার্স:
হাতে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা। ১২ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে থাকতে পারবে ২ বিদেশি।


লখনৌ সুপার জায়ান্টস:
আছে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে বিদেশি থাকতে পারবে ২ জন।


মুম্বাই ইন্ডিয়ান্স:
হার্দিক পান্ডিয়ার দলে আছে ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা। ৮ জন খেলায়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে ৪ বিদেশি।


পাঞ্জাব কিংস:
হাতে আছে ২৯ কোটি ১০ লক্ষ টাকা। ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ২ বিদেশি।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
বিরাট কোহলির দলে আছে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, বিদেশি ৩ জন।


রাজস্থান রয়্য়ালস:
প্রথম আসরের শিরোপাজয়ীদের আছে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা। ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, জায়গা পাবে ৩ বিদেশি।


সানরাইজার্স হায়দ্রাবাদ:
সাকিব-মুস্তাফিজের সাবেক দলের আছে ৩৪ কোটি টাকা। ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, বিদেশি সর্বোচ্চ ৩ জন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com