ভরাডুবি হারের দায় বোলারদের দিলেন হাথুরুসিংহে
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ২০:৪৪
ভরাডুবি হারের দায় বোলারদের দিলেন হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের পরের ম্যাচে বিবর্ণ বোলিং ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দেখতে হয়েছে টাইগার বাহিনীর। বলা চলে, ইংলিশ পরীক্ষায় ভরাডুবি হয়েছে সাকিব আল হাসানদের। দলের এমন হারে অনিয়ন্ত্রিত বোলিংকে দুষছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাটাদের প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আপনি যদি ভালো শুরু না পান, তাহলে এটা চিন্তার বিষয়। আমরা আমাদের টপ অর্ডারদের নিয়ে চিন্তিত। কারণ, প্রতি ম্যাচেই ১০০ রানের আগে কয়েকটি উইকেট হারিয়ে ফেলছি। যা আমাদের বড় ইনিংস খেলার পথে বড় বাধা।’


অন্যদিকে বোলারদের নিয়ে তিনি বলেন, ‘আমাদের স্পিনাররা ভালো করলেও, আমি ইংল্যান্ডের ব্যাটারদের কৃতিত্ব দিব। আমরা প্রথম ১০ ওভারে আরও নিয়ন্ত্রিত বোলিং করতে পারতাম। যেটা হয়নি। তবে, শরিফুল দারুণ বোলিং করেছে। সেই ভালো ঠিক জায়গায় বল না করলে ইংল্যান্ডের স্কোর ৪০০ হতে পারত। তবে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশ ব্যাটাররা সে কাজটা করতে পারেনি।’


ম্যাচের উইকেট নিয়ে টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করিনা আমরা আগে বোলিং নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আগের দিন বৃষ্টি হয়েছে। তাই আমাদের ধারণা ছিল উইকেটে কিছু আছে। তবে আমরা ভালো বল করতেই পারিনি। এটাই হচ্ছে মূল সমস্যা। ভালো জায়গায় বল করতে পারলে ব্যাপারটা অন্যরকম হতো।’


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com